কী নিয়ে ভয়ে আছেন মাহিরা


 



পাকিস্তানি টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী মাহিরা খান। নিজের অভিনয় দক্ষতা দিয়ে সিনেমাতেও যিনি নিজের শক্ত অবস্তান গড়ে তুলেছেন। কাজ করেছেন বলিউডেও।  চলচ্চিত্রের পর আবারও ছোট পর্দায় ফিরতে যাচ্ছেন এই পাকিস্তানি সুপারস্টার। আর এ নিয়েই কিছুটা ভয়ে আছেন তিনি। 

সম্প্রতি সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে নিজেই স্বীকার করেছেন সে কথা। সাক্ষাৎকারে মাহিরা তার টিভি পর্দায় প্রত্যাবর্তন নিয়ে একদিকে যেমন উচ্ছ্বসিত, তেমনি কিছুটা ভীত বলে জানান।

সাক্ষাৎকারে শোবিজ জগতে তার প্রায় ১৫ বছরের দীর্ঘ পথচলার অভিজ্ঞতা তুলে ধরেন অভিনেত্রী। তিনি বলেন, এই সময়টায় তিনি প্রচুর মানুষের ভালোবাসা ও সম্মান পেয়েছেন, যা তার ক্যারিয়ারের সবচেয়ে বড় অর্জন। 

মাহিরা জানান, আগামী বছরেই শোবিজে তার দেড় দশক পূর্ণ হবে এবং খুব শিগগিরই তিনি টেলিভিশনে ফিরে আসছেন। টিভিতে কাজ করার বিষয়টি তার জন্য কিছুটা ভয়ের হলেও এটিকে তিনি একই সঙ্গে রোমাঞ্চকর বলেও মনে করছেন। অভিনেত্রীর ভাষায়, এমন কিছু কাজ যা মানুষকে ভীত করে, সেটিই অনেক সময় নতুন উন্মাদনার তৈরি করে। 

উল্লেখ্য, গত বছর মুক্তি পাওয়া ‘নীলোফার’ ছবিতে সহ-অভিনেতা ফাওয়াদ খানের সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়েও কথা বলেন মাহিরা। ক্যামেরার সামনে দুজনের রসায়নকে তিনি এক ধরনের আশীর্বাদ হিসেবে উল্লেখ করেন।

অভিনেত্রীর মতে, একসঙ্গে তাদের জুটি দর্শকের যে ভালোবাসা ও সম্মান পেয়েছে, তা সত্যিই বিরল। তিনি আরও বলেন, দুজনেই একে অপরের ব্যক্তিগত পরিসর ও কাজের প্রতি গভীর শ্রদ্ধাশীল। আর এ বিষয়টিই তাদের কাজকে আরও সহজ ও স্বতঃস্ফূর্ত করে তোলে। 

সাক্ষাৎকারে মাহিরা তার যুক্তরাষ্ট্রে কাটানো ছাত্রজীবনের কথাও স্মরণ করেন। ক্যালিফোর্নিয়ায় অবস্থানের সময়টিকে তিনি নিজের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায় বলে উল্লেখ করেন। অভিনেত্রীর মতে, বহু বছর আমেরিকায় থাকা ও কাজ করার অভিজ্ঞতাই তাকে ব্যক্তি ও শিল্পী হিসেবে গড়ে উঠতে বড় ভূমিকা রেখেছে। 

এছাড়াও প্রতি গ্রীষ্মে তিনি তার ছেলেকে যুক্তরাষ্ট্রে নিয়ে যান এবং সেখানে কাটানো স্মৃতি ও অভিজ্ঞতার গল্প শোনান বলে জানান মাহিরা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ