ফ্যাক্ট চেক: ‘লোকেশনের’ আড়ালে প্রযুক্তিগত সত্যটা কী?
সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি একটি চাঞ্চল্যকর দাবি ছড়িয়েছে যে, শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার অভিযুক্ত ফয়সালের মোবাইল লোকেশন ডিওএইচএস (DOHS) এলাকার একজন বিগ্রেডিয়ারের বাসায় পাওয়া গেছে। প্রাথমিক পর্যবেক্ষণে দেখা গেছে, এ তথ্যটি যে ফেসবুক পেজ থেকে প্রচার করা হয়েছে, সেটি কোনো ভেরিফায়েড অফিশিয়াল পেজ নয়। সুতরাং, তথ্যের উৎসটিই প্রশ্নবিদ্ধ এবং অননুমোদিত।
দাবিটি কতটা অযৌক্তিক আর কতটা বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা? আসুন প্রযুক্তিগত দৃষ্টিকোণ থেকে বিষয়টি বিশ্লেষণ করি।
দাবি: কল রেকর্ড ডিটেইল বা সিডিআরের মাধ্যমে সুনির্দিষ্টভাবে কারো বাসার ঠিকানা বের করা হয়েছে। কিন্তু বাস্তবতা হলো ডিজিটাল ফরেনসিক ও টেলিকমিউনিকেশন প্রটোকল অনুযায়ী এটি সম্পূর্ণ অসম্ভব। প্রযুক্তিগত এবং ডিজিটাল ফরেনসিকের মানদণ্ডে শুধুমাত্র সিডিআর (Call Detail Record) বিশ্লেষণ করে একটি নির্দিষ্ট বাসা শনাক্ত করা কেন অসম্ভব তার কারণ হচ্ছে-
১. সেল টাওয়ারের বিশাল পরিধি (Coverage): একটি মোবাইল টাওয়ার বা বিটিএস (BTS) যখন সিগন্যাল দেয়, তখন তা একটি নির্দিষ্ট জ্যামিতিক এলাকাজুড়ে থাকে। একটি মোবাইল টাওয়ার বা বিটিএসের সিগন্যাল ৩০০ মিটার থেকে ১ কিলোমিটার পর্যন্ত এলাকা কাভার করে। ডিওএইচএস-এর মতো উচ্চ ঘনবসতিপূর্ণ এলাকায় এ সীমানার মধ্যে শত শত বহুতল ভবন এবং হাজার হাজার ফ্ল্যাট থাকে। সিডিআর ডেটা কেবল এটি নিশ্চিত করে যে, ব্যবহারকারী ওই টাওয়ারের সীমানার ‘কোথাও’ ছিলেন, কিন্তু সেটি কোন বাড়ির কোন কক্ষে, তা বলা অসম্ভব।
সিডিআর কোনো জিপিএস (GPS) কো-অর্ডিনেট বা অক্ষাংশ-দ্রাঘিমাংশ প্রদান করে না। এটি কেবল একটি ‘লোকেশন এরিয়া কোড’ (LAC) এবং ‘সেল আইডি’ প্রদান করে। অর্থাৎ প্রযুক্তির ভাষায় এটি একটি ‘বড় বৃত্তের’ মতো, যেখানে অভিযুক্ত ব্যক্তি এবং ওই এলাকার সকল সাধারণ নাগরিক একই টাওয়ারের অধীনে থাকেন। তাই নির্দিষ্ট একটি বাসার নাম উল্লেখ করা সম্পূর্ণ অনুমাননির্ভর এবং কারিগরিভাবে ত্রুটিপূর্ণ।
শহরাঞ্চলে সিগন্যাল বিভিন্ন ভবনে বাধা পেয়ে প্রতিফলিত হয়। অনেক সময় ফোনের ব্যবহারকারী এক ভবনে থাকলেও তার ফোনটি পাশের অন্য কোনো টাওয়ারের সঙ্গে সংযুক্ত হতে পারে। এই ধরনের কারিগরি জটিলতার কারণে সিডিআরের তথ্য দিয়ে সুনির্দিষ্ট ঘর শনাক্ত করা আইনত এবং বৈজ্ঞানিকভাবে গ্রহণযোগ্য নয়।
সুতরাং ডিজিটাল ফরেনসিক এবং টেলিকমিউনিকেশন প্রটোকল অনুযায়ী, সিডিআর কোনোভাবেই একটি নির্দিষ্ট বাসার ঠিকানা নিশ্চিত করতে পারে না। সঠিক অবস্থান জানতে হলে হ্যান্ডসেটের ফিজিক্যাল জিপিএস লগ বা লাইভ ট্র্যাকিং প্রয়োজন, যা সাধারণ মোবাইল অপারেটরদের কল রেকর্ডে থাকে না। অতএব, ডিওএইচএসের একটি নির্দিষ্ট বাসায় অবস্থান পাওয়ার দাবিটি প্রযুক্তিগতভাবে অবাস্তব এবং বিভ্রান্তিকর।

0 মন্তব্যসমূহ